যোহন 13:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এটা ঘটবার আগে আমি তোমাদের বলছি যে যখন এটা ঘটবে, তোমরা অবশ্যই বিশ্বাস করবে যে, আমিই সেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এখন থেকে, ঘটবার আগে, আমি তোমাদেরকে বলে রাখছি, যেন ঘটলে পর তোমরা বিশ্বাস কর যে, আমিই তিনি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 “এরকম ঘটার আগেই আমি তোমাদের জানাচ্ছি, যখন তা ঘটবে, তোমরা যেন বিশ্বাস করতে পারো যে, আমিই তিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এই ঘটনা আগেই আমি তোমাদের বলে দিচ্ছি যেন এ ঘটনা ঘটলে পর তোমরা বুঝতে পার যে আমি কে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এখন হইতে, ঘটিবার পূর্ব্বে, আমি তোমাদিগকে বলিয়া রাখিতেছি, যেন, ঘটিলে পর তোমরা বিশ্বাস কর যে, আমিই তিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এসব ঘটবার আগেই আমি তোমাদের এসব বলছি, যাতে যখন এসব ঘটবে, তোমরা বিশ্বাস করবে যে আমিই তিনি। অধ্যায় দেখুন |