যোহন 12:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারা গালীলের বৈৎসৈদার ফিলিপের কাছে গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, “মহাশয়, আমরা যীশুকে দেখতে চাই।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 এরা গালীলের বৈৎসৈদা-নিবাসী ফিলিপের কাছে এসে তাঁকে ফরিয়াদ করলো, হুজুর, আমরা ঈসাকে দেখতে ইচ্ছা করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তারা গালীলের বেথসৈদার অধিবাসী ফিলিপের কাছে এসে নিবেদন করল, “মহাশয়, আমরা যীশুকে দেখতে চাই!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 গালীল প্রদেশের বেথসৈদা নিবাসী ফিলিপের কাছে গিয়ে তারা অনুরোধ করে বলল, মহাশয় আমরা যীশুর দর্শন পেতে চাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 ইহারা গালীলের বৈৎসৈদা নিবাসী ফিলিপের নিকটে আসিয়া তাঁহাকে বিনতি করিল, মহাশয়, আমরা যীশুকে দেখিতে ইচ্ছা করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারা গালীলের বৈৎসৈদা থেকে যে ফিলিপ এসেছিলেন, তাঁর কাছে গেল, আর তাঁকে অনুরোধের সুরে বলল, “মহাশয় আমরা যীশুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই।” অধ্যায় দেখুন |