যোহন 1:40 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী40 যোহনের কথা শুনে যে দুই জন যীশুর সঙ্গে চলে গিয়েছিল তাঁদের মধ্যে একজন ছিল শিমোন পিতরের ভাই আন্দ্রিয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 ইয়াহিয়ার কথা শুনে যে দু’জন ঈসার পিছনে পিছনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে এক জন শিমোন পিতরের ভাই আন্দ্রিয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 যোহনের কথা শুনে যে দুজন যীশুকে অনুসরণ করেছিলেন, শিমোন পিতরের ভাই আন্দ্রিয় ছিলেন তাদের অন্যতম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 যোহনের কথা শুনে যে দুজন যীশুর অনুসরণ করেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন শিমোন পিতরের ভাই আন্দ্রিয়। তাঁর ভাই শিমোনের সঙ্গে দেখা হতেই তিনি তাঁকে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 যোহনের কথা শুনিয়া যে দুই জন যীশুর পশ্চাৎ গমন করিয়াছিলেন, তাঁহাদের মধ্যে এক জন শিমোন পিতরের ভ্রাতা আন্দ্রিয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 যোহনের কথা শুনে যে দুজন লোক যীশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন হচ্ছেন শিমোন পিতরের ভাই আন্দ্রিয়। অধ্যায় দেখুন |