যোহন 1:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 পরের দিন আবার যেমন যোহন তাঁর দুই জন শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 পরদিন পুনরায় ইয়াহিয়া ও তাঁর দু’জন সাহাবী দাঁড়িয়ে ছিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 পরের দিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে উপস্থিত ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 পরের দিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে দাঁড়িয়েছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 পরদিন পুনরায় যোহন ও তাঁহার দুই জন শিষ্য দাঁড়াইয়া ছিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 পরদিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে এলেন। অধ্যায় দেখুন |