যোনা 2:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আমি বললাম, “আমি তোমার দৃষ্টি থেকে দূরে চলে গেছি, তবুও আবার তোমার পবিত্র মন্দিরের দিকে দেখব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি বললাম, আমি তোমার দৃষ্টি সীমা থেকে দূরীভূত, তবুও পুনরায় তোমার পবিত্র এবাদতখানার দিকে দৃষ্টিপাত করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমি বললাম, ‘আমাকে তোমার দৃষ্টি থেকে দূর করা হয়েছে; তবুও আমি আবার তোমার পবিত্র মন্দিরের দিকে তাকাব।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ভাবলাম, আমি নির্বাসিত হয়েছি তোমার সম্মুখ থেকে, আর কখনও দর্শন করতে পারব না তোমার পবিত্র মন্দির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি কহিলাম, আমি তোমার নয়নগোচর হইতে দূরীভূত, তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তখন আমি ভাবছিলাম, ‘এখন আমাকে বাধ্য হয়েই সেইখানে যেতে হবে যেখানে আপনি আমাকে দেখতে পাবেন না।’ কিন্তু আমি সাহায্যের জন্য তবু আপনার পবিত্র মন্দিরের দিকে চেয়েছিলাম।” অধ্যায় দেখুন |