যোনা 2:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তুমি আমাকে গভীর জলে, সমুদ্রে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করল, তোমার সব ঢেউ, তোমার সব তরঙ্গ, আমার ওপর দিয়ে গেল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করলো, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়ে বয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তুমি আমাকে গভীর জলে, সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে, আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল; তোমার সকল ঢেউ, তোমার সমস্ত তরঙ্গ, আমাকে বয়ে নিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি সাগরের অতল গভীরে আমাকে নিক্ষেপ করেছিলে, অগাধ জলরাশি আমাকে গ্রাস করেছিল তোমারই সৃষ্ট সাগর তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস বয়ে গেল আমার উপর দিয়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 “আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল। আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম। আমার চারিদিকে কেবলই জল ছিল। অধ্যায় দেখুন |