যিহোশূয় 8:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 আর সেখানে পাথরগুলির উপরে ইস্রায়েল-সন্তানদের সামনে তিনি মোশির লেখা ব্যবস্থার এক অনুরূপ লিপি লিখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর সেখানে পাথরগুলোর উপরে বনি-ইসরাইলদের সম্মুখে তিনি মূসার লেখা শরীয়তের একটি অনুলিপি লিখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 সেখানে, ইস্রায়েলীদের উপস্থিতিতে, যিহোশূয় একটি পাথরের ফলকে মোশির বিধানের অনুলিপি লিখে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 যিহোশূয় সেখানে ইসরায়েলীদের সামনে পাথরগুলির উপরে মোশির বিধানের একটি অনুলিপি ক্ষোদাই করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর তথায় প্রস্তরগুলির উপরে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে তিনি মোশির লিখিত ব্যবস্থার এক অনুলিপি লিখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 ঐখানে যিহোশূয় পাথরগুলোর ওপরে মোশির বিধিগুলো লিখে দিলেন। ইস্রায়েলের সমস্ত লোক যাতে সেগুলো পড়ে সেই জন্যই তিনি লিখে দিয়েছিলেন। অধ্যায় দেখুন |