যিহোশূয় 6:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 আর সেই সাতজন যাজক সদাপ্রভুর সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাত তূরী বহন করে অনবরত যেতে লাগল ও তূরী বাজাতে লাগল এবং স্বসজ্জ সৈন্য তাদের আগে আগে চলল এবং পিছন দিকের সৈন্যরা সদাপ্রভুর সিন্দুকের পেছনে পেছনে যেতে লাগল, [যাজকরা] তূরীধ্বনি করতে করতে চলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর সেই সাত জন ইমাম মাবুদের সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাতটি তূরী বহন করতে করতে, বিরামহীনভাবে চলতে লাগল ও তূরী বাজাতে লাগল। আর অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যরা তাদের আগে আগে চললো এবং পিছন দিকের সৈন্যরা মাবুদের সিন্দুকের পিছনে পিছনে চলতে লাগল, ইমামেরা তূরীধ্বনি করতে করতে চললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 সাতজন যাজক সাতটি শিঙা বহন করে সামনে এগিয়ে গেলেন এবং শিঙা বাজাতে বাজাতে সদাপ্রভুর সিন্দুকের আগে আগে চললেন। সশস্ত্র লোকেরা তাঁদের আগে আগে গেল এবং পিছন দিকের প্রহরীটি সদাপ্রভুর সিন্দুকের অনুগামী হল, আর এসময় শিঙাগুলি বেজেই যাচ্ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আর সেই সাতজন যাজক প্রভুর চুক্তি সিন্দুকের আগে তুরী বাজাতে বাজাতে চলল। সশস্ত্র সৈন্যেরা তাদের সামনে এবং পিছনের রক্ষীবাহিনী প্রভুর চুক্তি সিন্দুকের পিছনে চলতে লাগল। তুরীগুলি অবিরাম বেজে চলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর সেই সাত জন যাজক সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করিতে করিতে, অনবরত চলিল ও তূরী বাজাইতে লাগিল; এবং সসজ্জ সৈন্য তাহাদের অগ্রে অগ্রে চলিল, এবং পশ্চাদ্দিকের সৈন্য সদাপ্রভুর সিন্দুকের পশ্চাতে পশ্চাতে গমন করিল, [যাজকগণ] তূরীধ্বনি করিতে করিতে চলিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সাত জন যাজক সাতটি শিঙা নিয়ে বেরিয়ে পড়লেন। তাঁরা প্রভুর পবিত্র সিন্দুকের সামনে শিঙা বাজাতে বাজাতে এগিয়ে চললেন। তাঁদের আগে আগে চলেছে সশস্ত্র সৈন্যরা। বাকী লোকরা প্রভুর পবিত্র সিন্দুকের পেছনে পেছনে চলছিল এবং প্রতিবার প্রদক্ষিণের পর তাদের শিঙা বাজাচ্ছিল। অধ্যায় দেখুন |