যিহোশূয় 23:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাদের প্রাচীনবর্গ, নেতাদের, বিচারকর্তাদের ও শাসকদেরকে ডেকে বললেন, “আমি বৃদ্ধ ও গতবয়স্ক হয়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তখন ইউসা সমস্ত ইসরাইল, তাদের প্রাচীনবর্গ, নেতৃবর্গ, বিচারক ও শাসকদের ডেকে এনে বললেন, আমি বৃদ্ধ ও অনেক বয়স্ক হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তিনি ইস্রায়েলীদের সবাইকে—সমস্ত প্রাচীন, নেতা, বিচারক ও কর্মকর্তাদের—ডেকে পাঠালেন ও তিনি তাঁদের বললেন: “আমার অনেক বয়স হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তিনি ইসরায়েলীদের সকলকে, প্রবীণ নেতৃবৃন্দ, গোষ্ঠীপ্রধান, বিচারক ও প্রশাসকদের ডেকে একত্র করে বললেন, আমি এখন বৃদ্ধ হয়েছি, বয়সও হয়েছে অনেক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তখন যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে, তাহাদের প্রাচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্ত্তৃগণ ও শাসকগণকে ডাকাইয়া কহিলেন, আমি বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তারপর একদিন তিনি সমস্ত প্রবীণ নেতাদের, পরিবারগোষ্ঠীর প্রধানদের, ইস্রায়েলের উচ্চ পদস্থ কর্মচারীদের এবং বিচারকদের একটি সভা ডাকলেন। তিনি বললেন, “আমার বয়স হয়েছে। অধ্যায় দেখুন |
দায়ূদ ইস্রায়েলের সমস্ত কর্মকর্তাদের যিরূশালেমে এসে জড়ো হবার জন্য আদেশ দিলেন। এতে সমস্ত বীর যোদ্ধারা এসেছিলেন। তাঁরা ছিলেন বিভিন্ন গোষ্ঠীর নেতারা, রাজার বারোটি সৈন্যদলের প্রধান সেনাপতিরা, হাজার ও একশো সৈন্যের সেনাপতিরা, রাজা ও রাজার ছেলেদের সমস্ত সম্পত্তি তদারককারীরা, রাজবাড়ীর কর্মকর্তারা ও বীর যোদ্ধারা।