Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 আর দান বংশের অধিকার থেকে পশুপালনের মাঠগুলির সঙ্গে ইল্‌তকী, পশুপালনের মাঠগুলির সঙ্গে গিব্বথোন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আর দান-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে ইলতকী, চারণ-ভূমির সঙ্গে গিব্বথোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 সেই সঙ্গে দান গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ ইল্‌তকী, গিব্বথোন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23-24 দান গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল সংলগ্ন চারণভূমিসহ ইল্‌তকী, গিব্বেথোন, অয়ালোন ও গাৎ-রিম্মোন—এই চারটি নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর দান বংশের অধিকার হইতে পরিসরের সহিত ইল্‌তকী, পরিসরের সহিত গিব্বথোন, পরিসরের সহিত অয়ালোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 দান পরিবারগোষ্ঠী দিয়েছিল ইল্তকী, গিব্বথোন,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:23
4 ক্রস রেফারেন্স  

ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কিব্‌সয়িম ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদেরকে দিল।


পশুপালনের মাঠগুলির সঙ্গে অয়ালোন ও পশুপালনের মাঠগুলির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই চারটি নগর দিল।


ইষাখর গোষ্ঠীর অহিয়ের ছেলে বাশা নাদবের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। নাদব ও সমস্ত ইস্রায়েলীয়েরা যখন পলেষ্টীয়দের গিব্বথোন ঘেরাও করেছিল তখন বাশা গিব্বথোনে নাদবকে মেরে ফেললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন