Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আর কহাতের অবশিষ্ট সন্তানদের অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের সমস্ত গোষ্ঠী ইফ্রয়িম বংশের অধিকার থেকে নিজেদের অধিকারের জন্য নগর পেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর কহাতের অবশিষ্ট সন্তানেরা অর্থাৎ কহাতীয়রা লেবীয়দের গোষ্ঠীগুলো আফরাহীম বংশের অধিকার থেকে তাদের প্রাপ্য নগর পেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 লেবীয় গোষ্ঠীভুক্ত কহাতীয় গোত্রের অবশিষ্টদের জন্য ইফ্রয়িম গোষ্ঠী থেকে নগর বরাদ্দ করা হল:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

20 কোহাৎ গোষ্ঠীভুক্ত অবশিষ্ট লেবীয়দের প্রাপ্য নগরগুলি ইফ্রয়িম গোষ্ঠীর এলাকা থেকে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর কহাতের অবশিষ্ট সন্তানগণ অর্থাৎ কহাৎ-সন্তান লেবীয়দের গোষ্ঠী সকল ইফ্রয়িম বংশের অধিকার হইতে আপনাদের অধিকার-নগর পাইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 কহাৎ‌ গোষ্ঠীর অন্যান্যদের দেওয়া হয়েছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর এলাকার শহরগুলো। তারা পেয়েছিল এইসব শহর:

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:20
4 ক্রস রেফারেন্স  

কহাতীয়দের কোনো কোনো গোষ্ঠী ইফ্রয়িম গোষ্ঠীর থেকে কতগুলো শহর দেওয়া হয়েছিল।


আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁটের মাধ্যমে ইফ্রয়িম বংশের গোষ্ঠীর কাছ থেকে এবং দান বংশ ও মনঃশির অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।


মোট পশুপালনের মাঠগুলির সঙ্গে তেরটি নগর হারোণ-সন্তান যাজকদের অধিকার হল।


অবীশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরহিয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন