Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:43 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 এলোন, তিম্না, ইক্রোণ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 এলোন, তিম্না, ইক্রোণ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 এলোন, তিম্না, ইক্রোণ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 যিৎলা, এলোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 এলোন, তিম্না, ইক্রোণ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:43
11 ক্রস রেফারেন্স  

পরে অনেক দিন গেলে শূয়ের মেয়ে যিহূদার স্ত্রী মারা গেল, পরে যিহূদা সান্ত্বনাযুক্ত হয়ে নিজের বন্ধু অদুল্লমীয় হীরার সঙ্গে তিম্নায়, যারা তাঁর মেষদের লোম কাটছিল, তাদের কাছে গেল।


আমি অসদোদে বসবাসকারী লোকেদের ও অস্কিলোনে রাজদণ্ড ধরা লোকেদের উচ্ছিন্ন করব, আমি ইক্রোনের বিপক্ষে আমার হাত বিস্তার করব এবং অবশিষ্ট পলেষ্টীয়দের বিনষ্ট করব,” প্রভু সদাপ্রভু এই কথা বলেন।


পরে তারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হলে ইক্রোণের লোকেরা কেঁদে বলল, “আমাদেরকে ও আমাদের লোকদেরকে মেরে ফেলবার জন্যই ওরা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক নিয়ে এসেছে।”


ইক্রোণ এবং সেখানের উপনগর ও সমস্ত গ্রামগুলি;


শালবীন, অয়ালোন, যিৎলা,


ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,


কয়িন, গিবিয়া ও তিম্না; তাদের গ্রামের সঙ্গে দশটি নগর।


ইমোরীয়েরা হেরস পর্বত, অয়ালোনে ও শালবীমে বসবাস করতে থাকল; কিন্তু যোষেফ-কুল তাদের পরাজিত করল, তাতে তারা তাদের দাস হল।


শালবোনীয় ইলিয়হবা, যাশেনের ছেলে যোনাথন,


মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন বৈৎ-হাননে বিন দেকর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন