Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:42 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 শালবীন, অয়ালোন, যিৎলা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 শালবীন, অয়ালোন, যিৎলা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 শালাব্বিন, অয়ালোন, যিৎলা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 শালবীন, অয়ালোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 শালবীন, অয়ালোন, যিৎ‌লা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:42
9 ক্রস রেফারেন্স  

ইমোরীয়েরা হেরস পর্বত, অয়ালোনে ও শালবীমে বসবাস করতে থাকল; কিন্তু যোষেফ-কুল তাদের পরাজিত করল, তাতে তারা তাদের দাস হল।


সেই দিন তারা মিক্‌মস থেকে অয়ালোন পর্যন্ত পলেষ্টীয়দের আঘাত করল; আর লোকেরা খুবই ক্লান্ত হয়ে পড়ল।


পশুপালনের মাঠগুলির সঙ্গে অয়ালোন ও পশুপালনের মাঠগুলির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই চারটি নগর দিল।


সেই দিনের যে দিন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদের সামনে ইমোরীয়দিগকে সমর্পণ করেন, সেই দিন যিহোশূয় সদাপ্রভুর কাছে অনুরোধ করলেন; আর তিনি ইস্রায়েলের সামনে বললেন, “সূর্য্য, তুমি স্থির হও গিবিয়োনে, আর চন্দ্র, তুমি অয়ালোন উপত্যকায়।”


তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,


এলোন, তিম্না, ইক্রোণ,


তাতে তিনি ইফ্রয়িমের পাহাড়ী এলাকা দিয়ে ভ্রমণ করে শালিশা এলাকার মধ্য দিয়ে গিয়ে, শালীম প্রদেশ দিয়ে গেলেন, সেখানেও নেই। পরে তিনি বিন্যামীনীয়দের এলাকায় গেলেন, কিন্তু তাঁরা সেখানেও পেলেন না।


শালবোনীয় ইলিয়হবা, যাশেনের ছেলে যোনাথন,


মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে ও এলোন বৈৎ-হাননে বিন দেকর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন