Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:36 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

36 অদামা, রামা, হাৎসোর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 অদামা, রামা, হাৎসোর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 অদামা, রামা, হাৎসোর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 সের, হম্মৎ, রক্কৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 অদামা, রামা, হাৎসোর,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:36
7 ক্রস রেফারেন্স  

পরে যখন হাৎসোরের রাজা যাবীন সেই সংবাদ পেলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের, শিম্রোণের রাজার ও অক্‌ষফের রাজার কাছে,


মাদোনের এক রাজা, হাৎসোরের এক রাজা,


কারণ তাদের হৃদয় সদাপ্রভুর থেকেই কঠিন হয়েছিল, যেন তারা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করে, আর তিনি তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করেন, তাদের প্রতি দয়া না করেন, কিন্তু তাদেরকে হত্যা করেন; যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।


আর দেওয়ালে ঘেরা নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ,


কেদশ, ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর,


রাজা শলোমন সদাপ্রভুর ঘর, নিজের রাজবাড়ী, মিল্লো, যিরূশালেমের দেয়াল, হাৎসোর, মগিদ্দো ও গেষর তৈরী করবার জন্য অনেক লোকদের কাজ করতে বাধ্য করেছিলেন।


তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন