যিহোশূয় 19:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 পরে গুলিবাঁট অনুযায়ী তৃতীয় অংশ নিজের নিজের গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠল; সারীদ পর্যন্ত তাদের অধিকারের সীমা হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে সবূলূন-বংশের লোকদের নামে উঠলো; সারীদ পর্যন্ত তাদের অধিকারের সীমা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তৃতীয় গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে সবূলূন গোষ্ঠীর নামে: তাদের উত্তরাধিকারের সীমারেখা সারিদ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 এর পরে তৃতীয়বার পাশার দান ফেলে সবুলুন গোষ্ঠীর পরিবারগুলির জন্য এলাকা নির্দিষ্ট করা হল। তাদের সীমানা সারীদ পর্যন্ত বিস্তৃত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্য্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এরপর জমি-জায়গা পেয়েছিল সবূলূন পরিবারগোষ্ঠী। এই গোষ্ঠীর প্রত্যেক পরিবারই পূর্ব প্রতিশ্রুতি মতো জমি-জায়গা পেয়েছিল। সবূলূনের সীমানা ছিল সুদূর সারীদ অবধি। অধ্যায় দেখুন |