যিহোশূয় 18:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তারা তা সাত ভাগে ভাগ করবে; দক্ষিণ দিকে যিহূদা তাদের সীমাতে থাকবে এবং উত্তর দিকে যোষেফের গোষ্ঠী তাদের সীমাতে থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তারা তা সাতটি অংশে ভাগ করবে; দক্ষিণ দিকে নিজের সীমাতে এহুদা এবং উত্তর দিকে নিজের সীমাতে ইউসুফের বংশ থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তোমরা দেশটিকে সাত ভাগে বিভক্ত করবে। যিহূদা দক্ষিণ দিকে তার এলাকায় থাকবে এবং উত্তর দিকে থাকবে যোষেফের বংশগুলি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তারপর সেই এলাকা সাত অংশে ভাগ করা হবে। দক্ষিণে থাকবে যিহুদা গোষ্ঠীর সীমান্ত আর যোষেফের বংশধরদের সীমানা থাকবে উত্তরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তাহারা তাহা সাত অংশ করিবে; দক্ষিণদিকে আপন সীমাতে যিহূদা থাকিবে, এবং উত্তরদিকে আপন সীমাতে যোষেফের কুল থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তারা জায়গাটা সাত ভাগে ভাগ করবে। যিহূদার লোকরা পাবে দক্ষিনাংশ, যোষেফের লোকরা পাবে উত্তর অংশ। অধ্যায় দেখুন |