Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

38 সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ, দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 মিগ্দল্‌-গাদ, দিলিয়ন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 দিলিয়ন, মিস‌্পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:38
10 ক্রস রেফারেন্স  

তিনি লবণ উপত্যকায় দশ হাজার ইদোমীয় লোককে হত্যা করলেন এবং যুদ্ধ করে সেলা দখল করে তার নাম যক্তেল রাখলেন; আজও সেই নাম আছে।


পরে শমূয়েল মিসপাতে সদাপ্রভুর সামনে লোকদের ডেকে জড়ো করলেন।


তিনি প্রত্যেক বছর বৈথেলে, গিল্‌গলে ও মিসপাতে ভ্রমণ করে সেই সব জায়গায় ইস্রায়েলের বিচার করতেন।


পরে ইস্রায়েলীয়রা বলল, “সমাজে সদাপ্রভুর কাছে আসেনি, ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে?” কারণ মিস্‌পাতে সদাপ্রভুর কাছে যে না আসবে, সে অবশ্য হত হবে, এই মহাদিব্যি তারা করেছিল।


পরে ইস্রায়েলীয়রা সবাই বাইরে এল, দান (অঞ্চল) থেকে বের-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের মতো মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হল।


পূর্ব ও পশ্চিম দেশীয় কনানীয়দের এবং পাহাড়ি অঞ্চলের ইমোরীয়, হিত্তীয়, পরিষীয় ও যিবূষীয়দের এবং হর্মোণের অধীনে মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত পাঠালেন।


সনান, হদাশা, মিগদল্‌-গাদ,


লাখীশ, বস্কৎ, ইগ্লোন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন