Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 যর্মূৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 আদুল্লাম, সোখো, অসেকা, সারায়িম, অদিথয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 অদুল্লম, সোখো, অসেকা, শারয়িম, অদীথয়িম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 যর্মুৎ, অদুল্লম, সোখো, অসেকা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:35
17 ক্রস রেফারেন্স  

পরে দায়ূদ সেখান থেকে গিয়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন; আর তাঁর ভাইরা ও তাঁর বাবার বাড়ির সবাই তা শুনে সেখানে তাঁর কাছে চলে গেল৷


পরে পলেষ্টীয়েরা যুদ্ধ করবার জন্য সৈন্য জড় করে যিহূদার অধীনে থাকা সোখোতে একত্র হল ও সোখোর এবং অসেকার মাঝে এফসদম্মীমে শিবির স্থাপন করলেন৷


আর যিরুশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মূতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের কাছে দূত পাঠিয়ে এই কথা বললেন;


হে মারেশা বাসীরা, আমি তোমাদের কাছে নিয়ে আসবো, যে তোমাদের অধিকার নেবে। ইস্রায়েলের নেতারা অদুল্লমের গুহায় যাবে।


ঐন্‌ রিম্মোনে, সরায়, যর্ম্মুতে,


আর তার যিহূদীয়া স্ত্রী গদরের বাবা যেরদকে, সোখোর বাবা হেবরকে ও সানোহের বাবা যিকুথীয়েলকে জন্ম দিল। ওরা ফরৌণের মেয়ে বিথিয়ার সন্তান, যাকে মেরদ বিয়ে করেছিল।


আর পাহাড়ি দেশে শামীর, যত্তীর, সোখো,


লিব্‌নার এক রাজা, অদুল্লমের এক রাজা,


যর্মূতের এক রাজা, লাখীশের এক রাজা,


তখন তারা সেই রকম করল, যিরুশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা থেকে বের করে তার কাছে আনল।


তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাৎে তাদেরকে হতভম্ভ করলেন, তাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাদেরকে আঘাত করে বৈৎ-হোরোণের আরোহণ-পথ দিয়ে তাদেরকে তাড়া করলেন এবং অসেকা ও মক্কেদা পর্যন্ত তাদেরকে আঘাত করলেন।


ঐ দিনের যিহূদা নিজের ভাইদের কাছ থেকে চলে গিয়ে অদুল্লমীয় হীরা নামে একটি লোকের কাছে গেল।


সানোহ, ঐন্‌গন্নীম, তপূহ, ঐনম,


শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; তাদের গ্রামের সঙ্গে চৌদ্দটি নগর।


অরুব্বোতে, সোখোতে ও হেফরের সমস্ত এলাকায় বিন হেষদ।


বৈৎ-সূর, সেখো, অদুল্লম,


অদোরয়িম, লাখীশ, অসেকা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন