Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তির্সার এক রাজা; মোট একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তির্সার এক জন বাদশাহ্‌; মোট একত্রিশ জন বাদশাহ্‌।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এবং তিরমার রাজা-সর্বমোট একত্রিশ জন রাজা।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তির্সার রাজা মোট রাজার সংখ্যা 31।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:24
7 ক্রস রেফারেন্স  

তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে উঠে শমরিয়াতে গেলেন। সেখানে তিনি যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে হত্যা করলেন এবং তাঁর জায়গায় তিনি রাজা হলেন।


যিহূদার রাজা আসার রাজত্বের একত্রিশ বছরে অম্রি ইস্রায়েলে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তিনি ছয় বছর তির্সায় রাজত্ব করেছিলেন।


আর তিনি তাদের রাজাদের তোমার অধিকারে দেবেন এবং তুমি আকাশমণ্ডলের নীচে থেকে তাদের নাম ধ্বংস করবে; যে পর্যন্ত তাদেরকে ধ্বংস না করবে, ততক্ষণ তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না।


যোশিয়ের বয়স আট বছর ছিল যখন তিনি রাজত্ব শুরু করেন এবং তিনি একত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন।


এর পর যারবিয়ামের স্ত্রী উঠলেন এবং তির্সা শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ীর দরজার চৌকাঠে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা গেল।


পরে সেই সন্তানেরা সেই দেশে গিয়ে তা দখল করে নিয়েছিল এবং সেই দেশে বাসকারী কনানীয়দের তুমি তাদের সামনে নত করেছিলে এবং কনানীয়দের, তাদের রাজাদের ও দেশের অন্যান্য জাতিদের তুমি তাদের হাতে তুলে দিয়েছিলে, ওদের প্রতি যা ইচ্ছা তা করতে দিলে।


ইমোরীয়দের রাজা সীহোনকে এবং বাশনের রাজা ওগকে এবং কনানের সব রাজ্যকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন