যিহিষ্কেল 8:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সমভূমিতে যা আমি দেখেছিলাম সেখানে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর দেখ, সমতল ভূমিতে যে দৃশ্য আমি দেখেছিলাম সে স্থানে ইসরাইলের আল্লাহ্র সেরকম মহিমা রয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আর সেখানে আমার সামনে ছিল ইস্রায়েলের ঈশ্বরের মহিমা, যা আমি সমভূমিতে দর্শনের মধ্যে দেখেছিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সেখানে দেখলাম চোখ ধাঁধানো আলো, ইসরায়েলের ঈশ্বরের উপস্থিতির প্রকাশ। কিবার নদীতীরে আমি ঠিক এমনটিই দেখেছিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর দেখ, সমস্থলীতে যে দৃশ্য আমি দেখিয়াছিলাম সে স্থানে ইস্রায়েলের ঈশ্বরের সেইরূপ প্রতাপ রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু ইস্রায়েলের ঈশ্বরের মহিমা সেখানে ছিল। সমস্থলীতে কবার নদীর ধারে দর্শনে আমি যেমন দেখেছিলাম, এই মহিমা সেই রকমই দেখতে ছিল। অধ্যায় দেখুন |