যিহিষ্কেল 47:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যেমন আমি ফিরে গেলাম, দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক গাছ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর আমি যখন ফিরে গেলাম, তখন দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক গাছ ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেখানে পৌঁছে আমি নদীর দুই ধারেই অনেক গাছপালা দেখতে পেলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সেখানে দেখলাম নদীর দুই তীরে অনেক গাছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি সেই নদীর ধার দিয়ে হেঁটে যেতে যেতে সেই জলের দুধারে অনেক গাছ দেখতে পেলাম। অধ্যায় দেখুন |