যিহিষ্কেল 44:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 সব আগামী দিনের র পাকা শষ্যের মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সব উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সবই যাজকদের হবে এবং তোমার নিজেদের খাবারের অগ্রিমাংশ যাজককে দেবে, সেটা করলে তোমাদের ঘর আশীর্বাদ যুক্ত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর সমস্ত প্রথমে পাকা শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই ইমামদের হবে; এবং তোমরা নিজ নিজ ছানা ময়দার অগ্রিমাংশ ইমামকে দেবে, তা করলে নিজ নিজ বাড়িতে দোয়া অবস্থিতি করাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 সব ফসলের অগ্রিমাংশের সবচেয়ে ভালো অংশ এবং তোমাদের সমস্ত বিশেষ উপহারগুলি যাজকদের হবে। তোমাদের নতুন ময়দার অগ্রিমাংশ তোমরা তাদের দেবে যেন তোমাদের পরিবারের উপর আশীর্বাদ থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 প্রথম ফসলের উৎকৃষ্ট অংশ এবং আমার উদ্দেশে নিবেদিত সব কিছুই পাবে পুরোহিতেরা। লোকেরা যখনই রুটি করবে তখনই তাদের প্রথম রুটি নৈবেদ্যরূপে পুরোহিতকে দেবে এবং আমার আশীর্বাদে তাদের গৃহে বর্ষিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর সমস্ত আশুপক্ব শস্যাদির মধ্যে প্রত্যেকের অগ্রিমাংশ, এবং তোমাদের সমস্ত উপহারের মধ্যে প্রত্যেক উপহারের সকলই যাজকদের হইবে; এবং তোমরা আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ যাজককে দিবে, তাহা করিলে আপন আপন গৃহে আশীর্ব্বাদ অবস্থিতি করাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 ফসল তোলার পর, সমস্ত রকম শষ্যের প্রথম অংশ যাজকদের হয়। তোমরা ও তোমাদের প্রথম শষ্যের ভাগ যাজকদের দেবে। একাজ তোমাদের গৃহে আশীর্বাদ আনবে। অধ্যায় দেখুন |