যিহিষ্কেল 44:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তারা বিধবাকে বা বিয়ে পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করতে পারবে না, কিন্তু শুধুমাত্র ইস্রায়েল কুলের কুমারী মেয়ে বা বিধবাকে বিয়ে করবে যে আগে যাজককে বিয়ে করেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তারা বিধবাকে কিংবা পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করবে না, কিন্তু ইসরাইল-কুলজাত কুমারী কন্যাকে, কিংবা ইমামের বিধবাকে বিয়ে করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 তারা বিধবাকে কিংবা পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করবে না; তারা কেবল ইস্রায়েল কুলের কুমারীকে অথবা যাজকের বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 বিবাহ বিচ্ছিন্না নারীকে কোন পুরোহিত বিবাহ করতে পারবে না। একমাত্র ইসরায়েলী কুমারী কন্যা অথবা অপর কোন পুরোহিতের বিধবা নারীকেই সে বিবাহ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহারা বিধবাকে কিম্বা পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করিবে না, কিন্তু ইস্রায়েল-কুলজাত অনূঢ়া কন্যাকে, কিম্বা যাজকের বিধবাকে বিবাহ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যাজকরা কখনই বিধবা বা ত্যাগপত্র দেওয়া হয়েছে এমন কোন মহিলাকে বিয়ে করবে না। তারা কেবল ইস্রায়েল পরিবারেরই কোন কুমারীকে বিয়ে করতে পারে অথবা এমন কোন বিধবাকে যার মৃত স্বামী যাজক ছিলেন। অধ্যায় দেখুন |