যিহিষ্কেল 40:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 পরে তিনি আমাকে পূর্বদিকে ভিতরের উঠানের মধ্যে আনলেন এবং ঐ পরিমাণ অনুসারে দরজা মাপলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 পরে তিনি আমাকে পূর্ব দিকে ভিতরের প্রাঙ্গণের মধ্যে আনলেন; এবং ঐ পরিমাণ অনুসারে দ্বার মাপলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তারপর তিনি আমাকে ভিতরের উঠানের পূর্বদিকে নিয়ে গেলেন, এবং তিনি সেখানকার দ্বার মাপলেন; সেটি অন্যগুলির মতো একই মাপের হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তিনি আমাকে পূর্বদ্বার দিয়ে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। প্রবেশ পথটি তিনি মাপলেন, এরও মাপ অন্যগুলির সমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 পরে তিনি আমাকে পূর্ব্বদিকে অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন; এবং ঐ পরিমাণ অনুসারে দ্বার মাপিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তখন সেই পুরুষটি আমাকে পূর্ব দিকের ভিতরের প্রাঙ্গণে নিয়ে চলল। সে প্রবেশ দ্বারটি মাপলে তা অন্য প্রবেশ দ্বারগুলির সমান হল। অধ্যায় দেখুন |