যিহিষ্কেল 37:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 পরে তিনি চারিদিকে তাদের কাছ দিয়ে আমাকে নিয়ে গেলেন; আর দেখ, সেই উপত্যকার ওপরে প্রচুর হাড় ছিল এবং দেখ, সে সব খুব শুকনো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 পরে তিনি চারদিকে তাদের কাছ দিয়ে আমাকে গমন করালেন; আর দেখ, সেই উপত্যকায় বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সেইগুলো খুবই শুকনো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তিনি আমাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করালেন, আর আমি সেই উপত্যকার মধ্যে অসংখ্য হাড় দেখলাম, হাড়গুলি ছিল খুব শুকনো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তিনি আমাকে উপত্যকার চারিদিকে ঘুরিয়ে আনলেন। সেখানে দেখলাম, অনেক অস্থি ছড়ানো রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়া আমাকে গমন করাইলেন; আর দেখ, সেই সমস্থলীর পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল; এবং দেখ, সে সকল অতিশয় শুষ্ক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সেই উপত্যকার মাটিতে অনেক অস্থি পড়েছিল। প্রভু সেই অস্থির চারপাশে আমাকে হাঁটালেন। আমি দেখলাম অস্থিগুলো অত্যন্ত শুকনো। অধ্যায় দেখুন |