যিহিষ্কেল 34:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমি তাদেরকে ও গিরির চারদিকের পরিসীমাকে আশীর্বাদ করব, ঠিকদিনের জলধারা বইয়ে দেবো, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর আমি তাদের ও আমার পাহাড়ের চারদিকের পরিসীমাকে আশীর্বাদস্বরূপ করবো; এবং যথাসময়ে পানির ধারা বর্ষণ করবো, দোয়ার ধারা বর্ষিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আমি তাদের এবং আমার পাহাড়ের চারপাশের জায়গাগুলিকে আশীর্বাদ করব। আমি ঠিক সময়ে বৃষ্টি পাঠাব; সেখানে আশীর্বাদের ধারা বর্ষাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 আমার পবিত্র পর্বতের চারিদিকে আমি তাদের বসতি করাব। প্রয়োজনের দিনে সেখানে তাদের আমি বৃষ্টিধারা দিয়ে আশীর্বাদ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্ব্বাদস্বরূপ করিব; এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্ব্বাদের ধারা বর্ষিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমি আমার মেষদের ও আমার পর্বতের জেরুশালেমের চারপাশের স্থান আশীর্বাদ যুক্ত করব। আমি ঠিক সময়ে বৃষ্টি আনব। তাদের উপরে আশীর্বাদের ধারা নেমে আসবে। অধ্যায় দেখুন |