যিহিষ্কেল 31:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 মাঠের সব গাছের থেকে তার দৈর্ঘ্য সব চেয়ে উঁচু ছিল এবং তার ডালপালা অনেক ছিল; তার ডালপালা অনেক লম্বা ছিল কারণ প্রচুর জলের জন্য সেগুলো বেড়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এই কারণে ক্ষেতের সমস্ত গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠলো এবং সে ডাল মেললে প্রচুর পানি পেয়ে সেগুলো বৃদ্ধি পেল ও তার ডাল লম্বা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 এইভাবে বনের সব গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠল; তার ডাল ছড়িয়ে পড়ল আর সেগুলি লম্বা হল, প্রচুর জল পাওয়ার কারণে চারিদিকে ছড়িয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রচুর জলসিঞ্চন এই বৃক্ষটিকে অন্যান্য বৃক্ষের চেয়ে করেছিল উচ্চতর। তার শাখাগুলি হয়েছিল পুষ্ট ও সুবিস্তৃত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষা তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পালা মেলিলে প্রচুর জলহেতু সেগুলি বৃদ্ধি পাইল ও তাহার শাখা দীর্ঘ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তাই সেই বৃক্ষ ক্ষেত্রের অন্যান্য বৃক্ষের চেয়ে উচ্চতায় লম্বা ছিল। আর তাতে অনেক শাখাও জন্মাল। অনেক জলও ছিল তাই গাছের শাখাগুলি ছড়িয়ে গেল। অধ্যায় দেখুন |