যিহিষ্কেল 3:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমি তোমার জিভ মুখের তালুতে আটকে দেব, তাতে তুমি বোবা হবে, তুমি তাদেরকে তিরস্কার করতে পারবে না, কারণ তারা বিদ্রোহী কূল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে আট্কে দেব, তাতে তুমি বোবা হবে, তাদের কাছে দোষবক্তা হবে না, কেননা তারা বিদ্রোহীকুল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তুমি যাতে চুপ করে থাকো ও তাদের বকাবকি করতে না পার সেইজন্য আমি তোমার জিভ মুখের তালুতে আটকে দেব, যদিও তারা বিদ্রোহীকুল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 হে মর্ত্যমানব, আমি তোমার জিহ্বা অবশ করে দেব যেন তুমি ঐ বিদ্রোহীদের সাবধান করে দিতে না পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষবক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহীকুল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমি তোমার জিভ তোমার তালুতে আটকে দেব, তুমি কথা বলতে পারবে না। তাই, এই লোকরা যে ভুল করছে সে সম্বন্ধে তাদের শিক্ষা দেবার জন্য কেউ থাকবে না। কারণ ঐ লোকরা সর্বদাই আমার বিরুদ্ধাচরণ করে। অধ্যায় দেখুন |