যিহিষ্কেল 28:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তোমার বানিজ্যের বাহুল্যের তোমার ভিতর হিংস্রতা পরিপূর্ন হল, তুমি পাপ করলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত থেকে ভ্রষ্ট করলাম, হে রক্ষক করূব, তোমাকে অগ্নিময় পাথরগুলির মধ্যে থেকে ধ্বংস করলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তোমার প্রচুর বাণিজ্যের দরুন তোমার অভ্যন্তর জোর-জুলুমে পরিপূর্ণ হল, তুমি গুনাহ্ করলে, তাই আমি তোমাকে আল্লাহ্র পর্বত থেকে তাড়িয়ে দিলাম এবং হে আচ্ছাদক কারুবী, তোমাকে আগুনের মত ঝক্মক করা পাথরগুলোর মধ্য থেকে সরিয়ে দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে উঠলে এবং পাপ করলে। সেইজন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম, এবং হে রক্ষাকারী করূব, আমি তোমাকে অগ্নিময় পাথরের মধ্যে থেকে তাড়িয়ে দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কেনা-বেচায় তুমি বড় বেশী ব্যস্ত হয়ে পড়লে, আর এতেই তুমি পরিচালিত হলে বিদ্রোহ ও পাপের পথে। তাই আমি তোমাকে আমার পবিত্র পর্বত ত্যাগ করতে বাধ্য করলাম এবং যে দূত তোমায় পাহারা দিত, সে-ই তোমাকে দ্যুতিময় মাণিক্যের রাজা থেকে বিতাড়িত করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তোমার বাণিজ্যবাহুল্যে তোমার অভ্যন্তর দৌরাত্ম্যে পরিপূর্ণ হইল, তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্ব্বত হইতে ভ্রষ্ট করিলাম, এবং হে আচ্ছাদক করূব, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তুমি ব্যবসা করে বিরাট ধন লাভ করলে। কিন্তু তা তোমাকে হিংস্র করে তুলল এবং তুমি পাপ করলে। তাই আমি তোমাকে একটি অশুচি বস্তুর মত ব্যবহার করলাম। আমি তোমাকে ঈশ্বরের পর্বত হতে ছুঁড়ে ফেললাম। তুমি করূব দূতদের বিশেষ একজন ছিলে। তোমার ডানা আমার সিংহাসন ঢেকে রাখত। কিন্তু আমি তোমাকে আগুনের মত চক্মক্কারী ঐ মণি মানিক্য থেকে জোর করে বার করে দিলাম। অধ্যায় দেখুন |