যিহিষ্কেল 27:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 সীদোন অর্বদ-নিবাসিরা তোমার দাঁড়ী ছিল; হে সোর, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার পথপ্রদর্শক ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 সিডন ও অর্বদ-নিবাসীরা তোমার দাঁড়ী ছিল; হে টায়ার, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার নাবিক ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সীদোন ও অর্বদের লোকেরা তোমার দাঁড় বাইত; হে সোর, দক্ষ লোকেরা তোমার নাবিক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সীদোন ও আরবাদের লোকেরা টানত তোমার দাঁড়। তোমার নাবিকেরা ছিল অত্যন্ত নিপুণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সীদোন ও অর্বদ-নিবাসিগণ তোমার দাঁড়ী ছিল; হে সোর, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার কর্ণধার ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সীদোন ও অর্বদের লোকরা তোমার জন্য নৌকা বেয়ে এসেছিল। সোর, তোমার জ্ঞানী লোকরা জাহাজের নাবিক ছিল। অধ্যায় দেখুন |