যিহিষ্কেল 27:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 উপকূল-নিবাসিরা সবাই তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের রাজারা নিতান্ত উদ্বিগ্ন হয়েছে, তাদের মুখ কম্পিত হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 উপকূল-নিবাসীরা সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের বাদশাহ্রা ভীষণ ভয় পেয়েছে, ভয়ে তাদের মুখ শুকিয়ে গিয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 যারা উপকূলে বাস করে তারা তোমার অবস্থা দেখে হতভম্ব; তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 উপকূলবাসী সকলে তোমার এই দুর্ভাগ্যের আকস্মিক আঘাতে বিমূঢ়, বিচলিত। এমনকি নৃপতিবৃন্দও আতঙ্কে বিহ্বল, তাদের মুখে ভীতির ছাপ সুস্পষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 উপকূল-নিবাসিগণ সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হইয়াছে, ও তাহাদের রাজগণ নিতান্ত উদ্বিগ্ন হইয়াছে, বিকৃতবদন হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 উপকূলে বাসকারী সব লোকে তোমার সম্বন্ধে বিস্মিত। তাদের রাজারা ভয়ানকভাবে ভীত। তাদের মুখ সেই বিস্ময় প্রকাশ করে। অধ্যায় দেখুন |