যিহিষ্কেল 27:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 আর তারা শোক করে তোমার জন্য বিলাপ করবে, তোমার বিষয়ে এই বলে বিলাপ করবে, কে সোরের মতো, সমুদ্রের মাঝখানে নীরবতার মতো? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর তারা শোক করে তোমার জন্য মাতম করবে, তোমার বিষয়ে এই বলে মাতম করবে, ‘কে সমুদ্রের মধ্যস্থানে ধ্বংস হয়ে যাওয়া টায়ারের সঙ্গে তুলনীয়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে “সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তারা তোমার জন্য শোক গাথা উচ্চারণ করে, টায়ারের সঙ্গে কার তুলনা চলে, যে টায়ার আজ সলিল সমাধিতে চিরস্তব্ধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর তাহারা শোক করিয়া তোমার জন্য বিলাপ করিবে, তোমার বিষয়ে এই বলিয়া বিলাপ করিবে, ‘কে সোরের তুল্য, সমুদ্রের মধ্যস্থানে নিস্তব্ধীকৃতার তুল্য? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 “‘তাদের সেই ভারী কান্নার মধ্যেও তারা তোমায় নিয়ে এই শোক গাথা গাইবে ও কাঁদবে। “‘সোরের মত আর কে আছে! তবু সোর হল ধ্বংস সমুদ্র মাঝে! অধ্যায় দেখুন |