যিহিষ্কেল 25:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তাই দেখ, আমি মোয়াবের ঢাল শহরের সীমানার দিকে খুলে দেবো, জাকজমকপূর্ণ বৈৎ-যিশীমোতে বালমিয়নে ও কিরিয়াথয়িমে অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এজন্য দেখ, আমি মোয়াবের পাশ নগরগুলোর দিকে খুলে দেব, অর্থাৎ তার চারদিকের সকল নগরে, বিশেষত দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে, বাল্-মিয়োনে ও কিরিয়াথয়িমে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 এই জন্য আমি মোয়াবের সীমানা খুলে দেব, তার সামনের নগর থেকে শুরু করে, তাদের গৌরবের নগর—বেথ-যিশীমোৎ, বায়াল-মিয়োন ও কিরিয়াথয়িম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সেইহেতু মোয়াবের সীমান্তের যে সমস্ত নগরী প্রতিরক্ষায় তৎপর থাকে সেগুলি আক্রান্ত হবে, সেইসাথে সুদৃশ্য নগরী বেথ-যেশিমোথ, বেল-মেওন এবং কিরিয়-থায়িমও আক্রান্ত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 এই জন্য দেখ, আমি মোয়াবের স্কন্ধ নগরসমূহের দিকে খুলিয়া দিব, অর্থাৎ চতুর্দ্দিক্স্থ তাহার সকল নগরে, বিশেষতঃ দেশের ভূষণ বৈৎ-যিশীমোতে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমি মোয়াবের কাঁধ কেটে নেব। তার সীমার শহরগুলি নিয়ে নেব, ভূমির গৌরব বৈৎ-যিশীমোত, বাল্-মিয়োন ও কিরিয়াথয়িম। অধ্যায় দেখুন |