যিহিষ্কেল 23:39 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 কারণ যখন তারা নিজেদের মূর্তিদের উদ্দেশ্যে নিজের সন্তানদের বধ করত, তখন সেই দিন আমার পবিত্র স্থানে এসে তা অপবিত্র করত; আর দেখ, আমার বাড়ির মধ্যে তারা এই ধরনের করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 কারণ যখন তারা তাদের মূর্তিগুলোর উদ্দেশে নিজ নিজ বালকদেরকে জবেহ্ করতো, তখন সেদিন আমার পবিত্র স্থানে এসে তা নাপাক করতো; আর দেখ, আমার গৃহের মধ্যে তারা এই কাজ করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 যেদিন তারা তাদের প্রতিমাদের কাছে তাদের সন্তানদের উৎসর্গ করেছিল সেদিনই তারা আমার পবিত্রস্থানে গিয়ে তা অপবিত্র করেছে। তারা আমার গৃহের মধ্যেই এই কাজ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 মূর্তির কাছে আমার সন্তানদের বলি দেবার পর ঐ একই দিনে তারা মন্দিরে এসেছে, অশুচি করেছে আমার গৃহ! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 কারণ যখন তাহারা আপনাদের পুত্তলিগণের উদ্দেশে আপন আপন বালকগণকে হনন করিত, তখন সেই দিন আমার ধর্ম্মধামে আসিয়া তাহা অপবিত্র করিত; আর দেখ, আমার গৃহমধ্যে তাহারা এই প্রকার করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 তারা তাদের মূর্ত্তিগুলোর জন্য তাদের সন্তানদের হত্যা করেছে এবং সেই একই দিনে আমার সে জায়গাটাকে অশুচি করেছে। দেখ, তারা এসমস্তই আমার মন্দিরের মধ্যে করেছে! অধ্যায় দেখুন |