যিহিষ্কেল 23:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 এবং তারা আমার প্রতি আরও এই করেছে, তারা আমার পবিত্র স্থান অশুচি করেছে এবং সেই দিনের তারা আমার বিশ্রামদিন অপবিত্র করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তারা আমার প্রতি আরও এই অপকর্ম করেছে, সেদিন আমার পবিত্র স্থান নাপাক করেছে এবং তারা আমার বিশ্রামবার নাপাক করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 তারা এই কাজ আমার প্রতিও করেছে সেই একই সময় তারা আমার পবিত্রস্থান অশুচি করেছে এবং আমার সাব্বাথের পবিত্রতা রক্ষা করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 শুধু তাই নয়, তারা আমার মন্দিরকেও অশুচি করেছে, আমার প্রতিষ্ঠিত সাব্বাথের নিয়ম লঙ্ঘন করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তাহারা আমার প্রতি আরও এই অপকার্য্য করিয়াছে, সেই দিন আমার ধর্ম্মধাম অশুচি করিয়াছে, এবং তাহারা আমার বিশ্রামদিন অপবিত্র করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তারা আমার বিশ্রামের বিশেষ দিন ও পবিত্র স্থানকে কোন গুরুত্ব দেয় নি। অধ্যায় দেখুন |