যিহিষ্কেল 23:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে লালসা বিছানায় শয়ন করল ও ব্যভিচার করে তাকে অশুচি করল; সে তাদের দ্বারা অশুচি হল, পরে তাদের দ্বারা প্রতি তার প্রাণে ঘৃণা হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তাতে ব্যাবিলনীয়েরা তার কাছে এসে প্রেমের বিছানায় শয়ন করলো ও জেনা করে তাকে ভ্রষ্ট করলো; সে তাদের দ্বারা নাপাক হল, পরে তাদের প্রতি তার প্রাণে ঘৃণা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তারপর ব্যাবিলীয়রা তার কাছে এসে তার সঙ্গে বিছানায় যেত এবং ব্যভিচার করে তাকে অশুচি করত। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ব্যাবিলনীয়রা এল, তার কামনা চরিতার্থ করল। তাকে অশুচি করল। তাদের এই প্রবৃত্তি এতখানি মাত্রা ছাড়িয়ে গেল যে শেষ পর্যন্ত সে তিক্ত বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহাতে বাবিল-সন্তানেরা তাহার কাছে আসিয়া প্রেম-শয্যায় শয়ন করিল, ও ব্যভিচার করিয়া তাহাকে ভ্রষ্ট করিল; সে তাহাদের দ্বারা অশুচি হইল, পরে তাহাদের প্রতি তাহার প্রাণে ঘৃণা হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তাই ঐসব বাবিলের পুরুষরা তার প্রেম শয্যার পাশে এসে তার সাথে সহবাস করল। তারা তাকে ব্যবহার করে এত নোংরা করল যে সে তাদের প্রতি বিরক্ত হয়ে উঠল। অধ্যায় দেখুন |