যিহিষ্কেল 20:49 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী49 তখন আমি বললাম, “আহা! প্রভু সদাপ্রভু, তারা আমার বিষয়ে বলে, ‘ঐ ব্যক্তি কি দৃষ্টান্তবাদী নয়’?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 তখন আমি বললাম, হ্যাঁ, সার্বভৌম মাবুদ, তারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমার মধ্য দিয়ে কথা বলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 তখন আমি বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু! তারা আমাকে বলছে, ‘সে কি কেবল দৃষ্টান্ত বলছে না?’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 আমি প্রতিবাদ করে বললাম, হে সর্বাধিপতি প্রভু, এ কাজ আমাকে করতে বলবেন না। এমনিতেই লোকে বলে যে আমি সব সময় হেঁয়ালিতে কথা বলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 তখন আমি কহিলাম, হাঁ প্রভু সদাপ্রভু, তাহারা আমার বিষয়ে বলে, ঐ ব্যক্তি কি উপমাবাদী নয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 তখন আমি বললাম, “হে প্রভু, আমার সদাপ্রভু! যদি আমি এসব কথা বলি, লোকে বলবে যে আমি ধাঁধাঁ তৈরী করেছি!” অধ্যায় দেখুন |