যিহিষ্কেল 19:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সেই সিংহী যখন দেখল, সে প্রতীক্ষা করেছিল, কিন্তু তার প্রত্যাশা বিনষ্ট হল, তখন নিজের আর একটা শাবককে নিয়ে যুবসিংহ করে তুলল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সেই সিংহী যখন দেখলো, সে প্রতীক্ষা করেছিল, কিন্তু তার প্রত্যাশা বিনষ্ট হল, তখন নিজের আর একটা বাচ্চাকে যুবসিংহ করে তুললো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “ ‘যখন সে দেখল তার আশা পূর্ণ হল না, তার প্রত্যাশা চলে গেছে, সে আর তার একটি শাবক নিয়ে তাকে শক্তিশালী সিংহ করে তুলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সিংহজননী তার আশায় পথ চেয়ে রইল। শেষে ব্যর্থ হয়ে আর একটি শাবককে গড়ে তুলল, সেও পরিণত হল বলবান এক হিংস্র সিংহে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 সেই সিংহী যখন দেখিল, সে প্রতীক্ষা করিয়াছিল, কিন্তু তাহার প্রত্যাশা বিনষ্ট হইল, তখন আপনার আর একটা শাবককে লইয়া যুবসিংহ করিয়া তুলিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “‘মা সিংহীর আশা ছিল যে তার শাবক নেতা হয়ে উঠবে। কিন্তু এখন সে তার সব আশা হারিয়ে ফেলেছে। তাই সে তার শাবকগুলি থেকে আরেকটি শাবককে নিল। তাকে সিংহ হবার প্রশিক্ষণ দিল। অধ্যায় দেখুন |