যিহিষ্কেল 17:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 সে তার ডালের ডগা কাটল এবং কনান দেশে নিয়ে গেল; সে বণিকদের শহরে রোপণ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সে তার উঁচু ডালের অগ্রভাগ কেটে বাণিজ্যের দেশে নিয়ে গিয়ে বণিকদের একটি নগরে রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সেটি ভাঙল ও ব্যবসায়ীদের দেশে বয়ে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের নগরে লাগিয়ে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 নিয়ে গেল সেটি বণিকের দেশে, কলম করে রোপণ করল এক বণিক-শহরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 সে তাহার পল্লবের অগ্রভাগ কাটিয়া বাণিজ্যের দেশে লইয়া গিয়া বণিকদের এক নগরে রাখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেই ঈগল এরস গাছের মাথা ভেঙে তা কনানে নিয়ে এল। সেই ঈগল ব্যবসায়ীদের শহরে সেই শাখা রাখল। অধ্যায় দেখুন |