যিহিষ্কেল 17:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যেন রাজ্যটি ছোট হয়, নিজেকে উচ্চ করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যেন রাজ্যটি খর্ব হয়, নিজেকে আর উঁচু করতে না পারে, কিন্তু তার নিয়ম পালন করে যেন স্থির থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যেন সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যাতে রাজ্যটা দুর্বল হয়ে পড়ে এবং প্রজারা একান্তভাবে তার অনুগত থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যেন রাজ্যটী খর্ব্ব হয়, আপনাকে উচ্চ করিতে না পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তাই যিহূদা দুর্বল রাজ্যে পরিণত হল, যা রাজা নবূখদ্নিৎসরের বিরুদ্ধে যেতে পারে না। নবূখদ্নিৎসর যিহূদার এই নূতন রাজার সঙ্গে যে চুক্তি করলেন লোকেরা তা মানতে বাধ্য হল। অধ্যায় দেখুন |