যিহিষ্কেল 16:56 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী56 তোমার অহঙ্কারের দিনের তুমি নিজের বোন সদোমের নাম মুখে আনতে না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস56 তোমার অহঙ্কারের সময়ে তুমি তোমার বোন সাদুমের নাম মুখে আনতে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ56 তোমার অহংকারের দিনে তুমি তোমার বোন সদোমের নাম মুখে আনতে না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)56-57 যেদিন তুমি অহঙ্কারে মত্ত ছিলে, সেদিন সদোমকে কী উপহাসই না তুমি করেছ। তখন অবশ্য তোমার কুকীর্তিগুলি প্রকাশ পায় নি। এখন তোমার অবস্থা তাদেরই মত। যারা তোমায় ঘৃণা করে—সেই ইদোমী, ফিলিস্তিনী ও তোমার প্রতিবেশীদের কাছে আজ তুমি উপহাসের পাত্রী হয়েছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)56 তোমার অহঙ্কারের সময়ে তুমি আপন ভগিনী সদোমের নাম মুখে আনিতে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল56 ঈশ্বর বলেছেন, “অতীতে তুমি গর্বিতমনা ছিলে ও তোমার বোন সদোমকে নিয়ে ঠাট্টা করতে কিন্তু তুমি আর তা করবে না। অধ্যায় দেখুন |