যিহিষ্কেল 15:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 মানুষ কি কিছু তৈরী করার জন্য দ্রাক্ষালতা গাছের কাঠ নেয়? অথবা কোন জিনিস ঝুলাবার জন্য কি তা দিয়ে ডাণ্ডা তৈরী করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কোন কাজের জন্য কি তা থেকে কাঠ গ্রহণ করা যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করা যায়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 দরকারি কোনও কিছু তৈরি করবার জন্য কি তা থেকে কাঠ নেওয়া হয়? জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য কি তা দিয়ে গোঁজ তৈরি করে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এটি কি কোন জিনিস তৈরীর কাজে লাগে? কোন কিছু ঝোলানোর জন্য এ দিয়ে নিদেনপক্ষে কোন খোঁটাও কি তৈরী করা যায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কোন কার্য্যের নিমিত্ত কি তাহা হইতে কাষ্ঠ গ্রহণ করা যায়? কিম্বা কোন পাত্র ঝুলাইবার জন্য কি তাহাতে দাণ্ডা নির্ম্মিত হয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 দ্রাক্ষালতার সেই কাঠ কি কোন কিছু তৈরী করার জন্য ব্যবহার করা যায়? না! সেই কাঠ দিয়ে কি থালা ঝোলানোর জন্য কীলক তৈরী করা যায়? না! অধ্যায় দেখুন |