যিহিষ্কেল 10:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আমি কবার নদীর কাছে যে যে মুখ দেখেছিলাম, সে সব এদের মুখের প্রতিমূর্ত্তি; প্রত্যেক প্রাণী সামনের দিক দিয়েই যেত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আমি কবার নদীর কাছে যে যে মুখ দেখেছিলাম, সেগুলো এদেরই মুখের মূর্তি; এরা তাদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবিক এরা সেই প্রাণী; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাদের মুখের চেহারা তেমনই ছিল। তারা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কিবার নদীতীরে দর্শনে যে মুখগুলি দেখেছিলাম, এই মুখগুলি ঠিক সেই রকম। প্রত্যেকটি প্রাণী সামনের দিকে সোজা চলত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 আমি কবার নদীর নিকটে যে যে মুখ দেখিয়াছিলাম, সে সকল ইহাদেরই মুখের মূর্ত্তি; ইহারা তাহাদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবিক ইহারা সেই প্রাণী; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 করূব দূতগুলির মুখগুলি ছিল দর্শনে কবার নদীর ধারে দেখা চারটি পশুর মুখের মত। আর তারা যে দিকে যেত সোজা সেই দিকেই তাকাত। অধ্যায় দেখুন |