যিহিষ্কেল 1:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তাদের মাথার ওপরের গম্বুজ থেকে একটা আওয়াজ আসত যখনই তারা স্থির হয়ে দাঁড়াত এবং তাদের ডানা নীচু করত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাদের মাথার উপরিস্থ শূন্যস্থানের উপরে একটি শব্দ হচ্ছিল; দণ্ডায়মান হবার সময়ে তারা নিজ নিজ পাখা শিথিল করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তারা যখন ডানা নামিয়ে দাঁড়িয়েছিলেন তখন তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপর থেকে একটি গলার স্বর শোনা গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 কিন্তু তারা থেমে গেলেও তাদের মাথার উপরের গম্বুজ থেকে ক্রমাগত আওয়াজ বার হতে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাদের মস্তকের উপরিস্থ বিতানের ঊর্দ্ধে এক রব হইতেছিল; দণ্ডায়মান হইবার সময়ে তাহারা আপন আপন পক্ষ শিথিল করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 পশুরা চলা বন্ধ করে তাদের ডানাগুলো নামাল। তারপর আরেকটি শব্দটি শোনা গেল; ঐ শব্দ তাদের মাথার ওপরের পাত্র থেকে এসেছিল। অধ্যায় দেখুন |