যিশাইয় 66:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 এমন বিষয়ের কথা কে শুনেছে? এমন বিষয় কে দেখেছে? একটা দেশ কি এক দিনের র মধ্যে জন্ম নিতে পারে? একটা জাতি কি এক মুহূর্তে জন্ম নিতে পারে? কিন্তু সিয়োনের ব্যথা উঠতে না উঠতেই সে তার সন্তানদের জন্ম দিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 এমন কথা কে শুনেছে? এমন কাজ কে দেখেছে? এক দিনে কি কোন দেশের জন্ম হবে? কোন জাতি কি এক মহূর্তেই ভূমিষ্ঠ হবে? তবুও, গর্ভযন্ত্রণা হওয়ামাত্র সিয়োন তার সন্তানদেরকে প্রসব করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 কেউ কি এরকম কথা কখনও শুনেছে? কে এরকম বিষয় কখনও দেখেছে? কোনো দেশের জন্ম কি একদিনে হতে পারে, কিংবা এক মুহূর্তের মধ্যে কোনো জাতির উদ্ভব কি হতে পারে? তবুও, সিয়োনের গর্ভযন্ত্রণা হতে না হতেই, সে তার ছেলেমেয়েদের জন্ম দিল।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 এমন ঘটনার কথা কেউ কি শুনেছে কখনও? এ পর্যন্ত কোন জাতি কি কখনও একদিনে জন্ম গ্রহণ করেছে? কিন্তু একটি জাতিকে জন্মদানের আগে সিয়োনকে বেশী কষ্টভোগ করতে হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 এমন কার্য্য কে দেখিয়াছে? এক দিবসে কি কোন দেশের জন্ম হইবে? কোন জাতি কি একেবারেই ভূমিষ্ঠ হইবে? ফলে, গর্ভযন্ত্রণা হইবামাত্র সিয়োন আপন সন্তানগণকে প্রসব করিল। অধ্যায় দেখুন |