যিশাইয় 66:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 শহর থেকে যুদ্ধের আওয়াজ আসছে, মন্দির থেকে শব্দ শোনা যাচ্ছে; এ সদাপ্রভুরই আওয়াজ যা তিনি তাঁর শত্রুদের প্রতিফল হিসাবে ফিরিয়ে দিচ্ছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 শোন, নগর থেকে কলহের আওয়াজ আসছে, এবাদতখানা থেকে স্বর ভেসে আসছে! সেটি মাবুদের কণ্ঠস্বর, যিনি দুশমনদেরকে অপকারের প্রতিফল দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 নগর থেকে ওই হট্টগোলের শব্দ শোনো, মন্দির থেকে গণ্ডগোলের শব্দ শোনো! এ হল সদাপ্রভুর রব, তাঁর শত্রুদের প্রাপ্য প্রতিফল তিনি তাদের দিচ্ছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ঐ শোন! নগরীতে কোলাহলের উচ্চধ্বনি, মন্দিরে শোন ক্রন্দনরোল! প্রভু পরমেশ্বরের কোপ নেমে এসেছে তাঁর শত্রু কুলের উপরে। এ কোলাহল তারই প্রতিধ্বনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব! উহা সদাপ্রভুর রব, যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে। সেই শব্দ শত্রুদের প্রভুর শাস্তি প্রদানের। প্রভু নিজের শত্রুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন। অধ্যায় দেখুন |