যিশাইয় 65:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তাদের ডাকার আগেই আমি উত্তর দেব এবং তারা কথা বলতে না বলতেই আমি শুনব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তাদের ডাকবার আগে আমি উত্তর দেব, তারা কথা বলতে না বলতে আমি শুনব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 তারা ডাকবার আগেই আমি উত্তর দেব; তারা কথা বলতে না বলতেই আমি তা শুনব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তাদের প্রার্থনার কথা শেষ হবার আগেই আমি তাদের প্রার্থনা পূর্ণ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তাহাদের ডাকিবার পূর্ব্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তারা চাইবার আগেই জানতে পারবে তাদের চাহিদা এবং তারা চাইবার আগেই সাহায্য পাবে। অধ্যায় দেখুন |