যিশাইয় 62:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 “পরিত্যক্ত,” তোমার বিষয়ে আর এই কথা বলা হবে না অথবা তোমার দেশেকে আর “জনশূন্য” বলা না, বরং তোমাকে “আমার প্রীতির পাত্রী” বলা হবে, আর তোমার দেশকে “বিবাহিতা” বলা হবে, কারণ সদাপ্রভু তোমার উপর খুশী হবেন এবং তোমার দেশ বিবাহিত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 লোকে তোমাকে আর পরিত্যক্তা বলবে না এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলবে না; কিন্তু তুমি হিফ্সী বা ওতে আমার প্রীতি ও তোমার ভূমি বিয়ূলা বা বিবাহিতা নামে আখ্যায়িত হবে? কেননা মাবুদ তোমাতে প্রীত এবং তোমার ভূমি বিবাহিতা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না, কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না। কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্সীবা বলে, তোমার দেশকে বলা হবে বিউলা; কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন, আর তোমার ভূমি বিবাহিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমাকে আর কখনও ‘পরিত্যক্তা’ বলা হবে না, তোমার দেশ কখনও আর পরিণত হবে না জনহীন ধ্বংসস্তূপে, তোমার নতুন নাম হবে ‘হিফসিবাহ্’ (ঈশ্বর তার প্রতি প্রসন্ন) এবং আখ্যাত হবে তোমার দেশ ‘বিয়ুলা’ (পরিণীতা) নামে। কারণ প্রভু পরমেশ্বর প্রসন্ন তোমার প্রতি, তিনি হবেন তোমার ভূস্বামীস্বরূপ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 লোকে তোমাকে আর পরিত্যক্তা বলিবে না, এবং তোমার ভূমিকে আর ধ্বংসস্থান বলিবে না; কিন্তু তুমি হিফ্সীবা [উহাতে আমার প্রীতি], ও তোমার ভূমি বিয়ূলা [বিবাহিতা] নামে আখ্যাতা হইবে? কেননা সদাপ্রভু তোমাতে প্রীত, এবং তোমার ভূমি বিবাহিতা হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমাকে আর কেউ ‘ত্যাজ্য লোক’ বলবে না। তোমার ভূমিকে কেউ ‘ধ্বংসস্থান’ বলবে না। তারা তোমাকে বলবে, ‘ভালোবাসার লোক।’ তোমার দেশকে বলা হবে, ‘কনে।’ কেন? কারণ ঈশ্বর তোমাদের ভালবাসেন। তোমাদের দেশ বিবাহিত হবে। অধ্যায় দেখুন |