যিশাইয় 60:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 জাতিরা তোমার আলোর কাছে আসবে এবং রাজারা তোমার উজ্জ্বল আলো যা উদিত হচ্ছে তার কাছে আসবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে, বাদশাহ্রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে, রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমার দীপ্তিতে আকৃষ্ট হবে জাতিবৃন্দ, রাজন্যকুল আসবে তোমার কাছে নতুন দিনের নবীন সূর্যোদয়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 সব জাতি তোমার আলোর কাছে আসবে। রাজারাও তোমার উজ্জ্বল আলোর (ঈশ্বর) কাছে আসবেন। অধ্যায় দেখুন |