যিশাইয় 57:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তোমার যাতায়াতের ফলে ক্লান্ত হয়ে পড়েছ, তবুও “আশা নেই।” এই কথা বলনি; তোমার হাতের নাড়ি খুঁজে পেয়েছ; এই জন্য তুমি দুর্বল হওনি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বেশি যাতায়াতের দরুন তুমি পথশ্রান্তা হয়েছিলে, তবুও ‘আশা নেই’ এমন কথা বল নি; তোমার হাতের নাড়ী টের পেয়েছে, এজন্য তুমি ক্লান্ত হও নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তোমার সমস্ত জীবনাচরণে তুমি ক্লান্ত হয়েছিলে, কিন্তু তবুও তুমি বলোনি, ‘এসব অর্থহীন।’ তুমি তোমার শক্তি নবায়িত হতে দেখেছ, তাই তুমি মূর্ছিত হওনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 অন্যান্য দেবতাদের সন্ধানে পরিশ্রান্ত হয়েছ তুমি, তবু আশাহত হও নি কখনও। তুমি নতুন শক্তিলাভ করেছ, পেয়েছ নবজীবন, তাই তুমি কখনও শ্রান্ত হও নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তোমার যাতায়াতের আধিক্য প্রযুক্ত পথশ্রান্তা হইয়াছিলে, তথাপি ‘আশা নাই’ ইহা বল নাই; তোমার হস্তের নাড়ী টের পাইয়াছ, এজন্য তুমি ক্লান্তা হও নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 এইসব জিনিসগুলি করতে তুমি কঠোর পরিশ্রম করেছো। কিন্তু তোমরা কখনও ক্লান্ত হওনি, তোমরা নতুন শক্তি পেয়েছো। কারণ তোমরা ঐসব জিনিসগুলিকে উপভোগ করেছিলে। অধ্যায় দেখুন |